অনলাইন ডেক্স।।
কুয়েতে অগ্নিকাণ্ডে কামাল হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। দেশটির শুয়েখে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, গ্যারেজে থাকা তেল জাতীয় পদার্থ বিস্ফোরিত হয়ে, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।
কামাল হোসেনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। পারিবারিক স্বচ্ছলতা আনার তাগিদে দেশটিতে যাবার পর থেকে ওই গ্যারেজে গাড়ির ইঞ্জিনে তেল পরিবর্তনের কাজে নিয়োজিত ছিলেন এই বাংলাদেশি।
আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর