ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের উঠান বৈঠক-কচুয়া
সাইফুল ইসলাম সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামের মতিন মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মেম্বারের সভাপ্রধানে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হান্নান, ইউপি সদস্য লাকী বেগম, আব্দুল মান্নান মনু, সফিউল্যাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মজুমদার জয়, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক বুলবুল আহমেদ বাবুল, মেঘদাইর বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন, যুবলীগ নেতা রাজু প্রধানীয়া, আব্দুর রাজ্জাক, লোকমান হোসেন, আমান উল্যাহ নয়ন ও শঙ্কর সরকারসহ আরো অনেকে।
এসময় ইউপি সদস্য ফাতেমা বেগম ও জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মো. সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৈয়ব আলী, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।কচুয়ার মেঘদাইর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।