সারাদিন রোজা রাখার পর নানা রকম খাবারের আয়োজনের মাধ্যমে ইফতার করা হয়। যেহেতু বাইরের খাবার অস্বাস্থ্যকর তাই ঘরে তৈরি খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। জেনে নিন ইফতারের লোভনীয় একটি আইটেমের চিকেন পটেটো চপ এর রেসিপি-
উপকরন:
মুরগির মাংস (বুকের ) -দুই কাপ
আলু -৬/৭ টি
আদা বাটা ও রসুন বাটা -২চা চামচ করে
পেঁয়াজকুচি -দেড় কাপ
কাঁচামরিচ কুচি -২টি
গরম মসলা গুড়া -দেড় চা চামচ
গোল মরিচ গুঁড়া -১ চা চামচ
জিরা বাটা-২ চা চামচ
তেল পরিমাণ মতো
ডিম -২টি
টোস্টের গুড়া ও লবণ -পরিমাণ মতো
তৈরির নিয়ম
প্রথমে আলু সেদ্ধ করে তার সঙ্গে গোলমরিচের গুড়া ও গরম মসলা গুড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর পুর তৈরির জন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিন। এরপর আদা রসুন বাটা গরম মসলা জিরা বাটা দিয়ে কষিয়ে ভুনা করে নিন। এবার এতে কেটে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে রাখুন। এরপর আলুর মিশ্রণ দিয়ে পুর তৈরি করে গোল গোল এর মত করে নিন। এবার ডিম দুটিকে ফাটিয়ে নিয়ে তার ভেতর বলগুলো ডুবিয়ে টোস্টের গুঁড়া লাগিয়ে নিন। এবার একটি বড় ট্রেতে সাজিয়ে অন্তত ২ ঘণ্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেন। তারপর এয়ার টাইট বক্সে বের করে সংরক্ষণ করুন। ভাজার আগে বের করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন পটেটো চপ।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com