উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে বা উন্নত বিশ্বের সমপর্যায়ে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা।
সোমবার (২৯ নভেম্বর)দুপুরে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কতৃক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২১,বুড়িচংয়ের কাকিয়ারচর আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট জনাব মোঃ আজিমুল আনোয়ার অর্জন করায়,কাকিয়ারচর আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি,শিক্ষক ও ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি)শারমিন আরা বলেন, জাপান, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে শিক্ষিত লোকের ৬৫ ভাগ কারিগরি শিক্ষায় শিক্ষিত। কারিগরি জ্ঞান দিয়েই তারা উন্নতির স্বর্ণশিখরে পৌঁছেছে। সেখানে আমাদের মাত্র ১৪ ভাগ লোক কারিগরি শিক্ষায় শিক্ষিত। সুতরাং উন্নত বিশ্বের সমপর্যায়ে পৌঁছাতে হলে আমাদেরও ৬৫ ভাগ লোককে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
কারিগরি শিক্ষা নিয়ে বাংলাদেশে এখনো নেতিবাচক ধারণা আছে। উল্লেখ করে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা আরও বলেন,স্বল্পশিক্ষিত দরিদ্র জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।এবিষয়টি উপলব্ধি করেই বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ ফজলুল হক খান,মোকাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ শাহ আলম,৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম,৭ নং মোকাম ইউনিয়ন পরিষদের সদস্য,সাইফুল ইসলাম,সাবেক সদস্য অহিদ,নবী,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আইয়ুব মুন্সী,মোঃশাহজাহান সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ,কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।অনুষ্ঠানে সকলে কাকিয়ারচর আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মোঃ আজিমুল আনোয়ার কে ফুল দিয়ে সংবর্ধনা দেন।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com