চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ হৃদয় হাওলাদার (২৫) নামে একজনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। শুক্রবার পুলিশ সুপারের নির্দেশে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নেতৃত্বে এসআই আবু ফয়সালের সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বোগদাদ বাসে তল্লাসি করে গাজাঁসহ তাকে আটক করা হয়। সে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চর চান্দা গ্রামের লিটন হাওলাদারের ছেলে
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ব্যবসায়ী হৃদয় হাওলাদারকে আটক করা হয়। পরে শুক্রবার হৃদয় হাওলাদারকে চাঁদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগের দিন বৃহস্পতিবার জগতপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে এসআই মামুনুর রশিদ সরকার মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান দলি গ্রামের জাবেদ আলীর ছেলে আশ্রাফ বেপারীকে ও ৬কেজি গাঁজাসহ আটক করে। পুলিশের এ অভিযানকে স্বাগন জানিয়েছে এলাকাবাসী।