কাউখালীতে সংঘর্ষে আহত ৩জন
পিরোজপুর প্রতিনিধি।।
কাউখালীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেড় ধরে এক সংঘর্ষে আহত ৩জন। আহতরা হল শাকিল হোসেন শেখ (২৪), শাফা শেখ (১৪), রাজিয়া সুলতানা (৪৬) কে প্রাথমিকভাবে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজিয়া সুলতানাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
জানা যায়, উপজেলার আইরন গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা ও দুই পুত্র শাকিল হোসেন শেখ, শাফা শেখ। গত শুক্রবার বিকেল ৫টার দিকে একই গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন ও স্ত্রী নাছিমা বেগমের সাথে জমির সীমানা নিয়ে সংঘর্ষ হয়। এ বিষয়ে কাউখালী থানায় মিজানুর রহমানের ছেলে শাকিল আহম্মেদ একটি মামলা দায়ের করে।