কাতারে আরএজি ট্রাভেল এজেন্সি উদ্বোধন
কাতার প্রতিনিধি।।
কাতারে প্রবাসী বাংলাদেশীদের স্বল্পমূল্যে টিকেট সেবার মান নিশ্চিত করতে রাজধানী দোহার মুগলিনা এলাকায় (RAG আর এ জি) ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন প্রতিষ্ঠানের প্রধান স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আসলাম।
এসময় উপস্থিত ছিলেন কাতারি স্পনসর শেখ মিশাল খলিফা আল থানি,শেখ মোবারক খলিফা আল থানি,আবু নাছির,নওশাদ কান্ত আবুবকর, মোহাম্মদ আসলাম, সামসুল আরেফিন,শেখ মুমিনুল ইসলাম,মোস্তফা মহসিন কবির,জয়নুল আবেদিন।
আরো উপস্থিত ছিলেন কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি ই এম আকাশ, সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু ,সাংগঠনিক সম্পাদক আমিন বেপারী সদস্য মানিক চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য প্রতিষ্ঠানটি শুধুতেই রাজধানীর বাণিজ্যিক এলাকা নাজমা এলাকায় যাত্রা শুরু করলও পরবর্তীতে প্রতিষ্ঠানটি স্থানান্তর করে নতুন রুপে কাতারে ফিরোজ বিন গানম আল-ওয়াতান সেন্টারের পিছনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
করোনাতে দেশে আটকে পড়া প্রবাসীদের রিটার্ন পারমিট ভিসাসহ বিভিন্ন সেবা প্রদানের আশ্বাস দেন প্রতিষ্ঠানটি।