নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা নারীর (২৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারইপাড়া এলাকার নবগঙ্গা নদীরচর থেকে অর্ধ গলিত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশ। তাৎক্ষনিকভাবে তার পরিচয় ও মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া এলাকায় নবগঙ্গা নদীর চরে আটকে পড়া গলায় কঁলসী বাঁধা মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা কালিয়া থানায় খবর দেয়। পরে কালিয়া থানা পুলিশ অজ্ঞাতনামা ওই নারীর অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম বলেন, গলায় কলসী বাঁধা মৃতদেহটি উদ্ধারের পর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com