কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) ব্যবসা শিক্ষা অনুষদের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মার্কেটিং ১২তম ব্যাচের শিক্ষার্থী এ এস এম ইউসুফ ও মোহাম্মদ ইমামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রভাষক আবু ওবায়দা রাহিদ সহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, লাইফ ইজ অল এবাউট মার্কেটিং এবং আমি নিজেও মার্কেটিং পড়েছি। এই ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতির সংখ্যা দেখে আমি সত্যি অনেক আনন্দিত। এছাড়া আপনাদের আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে ট্রেজারার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।