কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, বঙ্গবন্ধুকে বিশ্ব নেতারা সবচেয়ে বেশি সম্মান দিতেন।
কুমিল্লায় জাতির জনকের স্মরণে অনুষ্ঠিত আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, হিমালয়ের মত শক্তি আর মাথা উচু যার, তার নামই বঙ্গবন্ধু। তিনি বলেন, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি। তবে, শেখ মুজিবকে দেখেছি।
কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় “কথা ও কবিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাসুদা তোফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, ঐতিহ্য কুমিল্লার উপদেষ্টা ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আবৃত্তি জোট, কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু।
এসময় ধ্বনি আবৃত্তি স্কুলসহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি ধ্বনি আবৃত্তি স্কুলের শিক্ষক ডা. রোমানা রুমি।
এফআর/অননিউজ