কুমিল্লায় তোষকের নিচে মিললো বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ৪ এপ্রিল মধ্যরাতে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বারাইপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহান সাজুর খাটের তোশকের নিচ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় । বুধবার ৫ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ। এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি (৭.৬৫ এমএম), এক হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল মধ্যরাতে মাদক ব্যবসায়ী শাহজাহান সাজুর বাড়িতে অভিযান চালায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। রাতের অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায় সাজু। এ সময় স্থানীয়দের সামনেই শাহজাহান সাজুর ঘরের খাটের তোশকের নিচে, বালিশের পাশে এবং ওয়্যারড্রোবের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি (৭.৬৫ এমএম), এক হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় শাহজাহান ওরফে সাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদাভাবে মামলা কর হয়।
শান্ত/অননিউজ