কুমিল্লার নিমসারে ফুটবল একাডেমির উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসারে ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়েছে।

শনিবার( ২২ জুলাই ) বিকেলে নিমসার উচ্চ বিদ্যালয় মাঠে নিমসার ফুটবল একাডেমির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাজমুল আহসান ফারুক রোমেন।

তৃনমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষ্যে এবং যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে নিমসারে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেন কারাতে খেলোয়াড় ক্রীড়া সংগঠক ওমর ফারুক।

ফুটবল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ,বিশিষ্ট শিল্পপতি মোঃ গোলাম সারোয়ার,কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আল আমিন ভূইয়া,সদস্য মোজাহের হোসেন সেন্টু,ফুটবল এসাসিয়েশনের সদস্য সাইফুল ইসলাম বাবু ক্রিকেট কোচ সারোয়ার জাহান,কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।নিমসারে ফুটবল একাডেমির উদ্বোধনী দিনে একাডেমিতে আগত ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেন ফুটবল কোচ সুভাস দাস,সুজিত হাওয়ালাদা,মাহমুদুল আলম তুহিন ও আবুল কালাম আজাদ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ