দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে ও বৈষম্যমূলক কোটা প্রথার সংস্কারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল। গতকাল মঙ্গলবার দুপুরে মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই মিছিলের আয়োজন করে উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত মুরাদনগর উপজেলার শিক্ষার্থীরা কোটা প্রথার নেতিবাচক দিকগুলো তুলে ধরে সকলের সামনে। কোটা সংস্কার আন্দোলনে কুবি, ঢাবি, চবি, রাবি, জাবি, বেরোবি, জবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার তীব্র ও নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করে। শিক্ষাঙ্গণ রক্তে লাল করে পড়ালেখার পরিবেশ বিনষ্টকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা প্রথা নিয়ে অসংলগ্ন বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া কোটা সংস্কার করার দাবিও জানায় তারা।
পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে আল্লাহ চত্ত¡রে গিয়ে সমাপ্তি ঘটে।