বাংলাদেশ উন্মূক্ত বিশ্বদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত শিক্ষা, সংস্কৃতি চর্চা ও কল্যাণমূলক অরাজনৈতিকমূলক সংগঠন “ডাক দিয়ে যাই” এর ২৪ বছর শেষে ২৫ বছরে পদযাত্রায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমিল্লা অঞ্চলের নেতৃবৃন্দরা।
সারাদেশের ন্যায় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখায় সংগঠনের সভাপতি মুন্সি সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনুয়াখলা আদর্শ পাবলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ শামীম হায়দার।
সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এইচ এম মহিউদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলেজ শাখার বাউবি সমন্বয়ক, প্রফেসর মশিউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক খালেদা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক তিহান আহমেদ, প্রচার সম্পাদক, রোটা. সুমন, মোঃ ইবনুল হাসান রায়হানসহ সদস্যরা।