কুমিল্লায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কর্তৃক সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে কুমিল্লার সর্বস্তরের মানুষ অংশনেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার গণমানুষের আস্থা ও নির্ভরতা প্রতিক কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহার মহোদয় সহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।