কুমিল্লায় শেখ রাসেলে ৫৭ তম জন্মদিন উদযাপন
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৭ তম জন্মদিন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার বিকেলে গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাঁটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে লুৎফুন্নাহার লিপির উপস্থাপনায় উপস্থিত ছিলেন, ব্যান্ড সঙ্গীতের অহীন, রিষভ দস্তিদার, ফরিদা ইয়াসমিন, পারুল আক্তার, আফরোজা সুলতানা, মাকসুদ রহমান, অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম ভূঁইয়া সহ আরো অনেকে।