কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী দৈনিক আজকের কুমিল্লা ও পূর্বাশা'র সম্পাদক ইমতিয়াজ আহম্মেদের অনুপস্থিতিতে তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সামনে তাকে "হত্যার হুমকি, ৫ রাউন্ড গুলি" করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। রবিবার (২৪জুলাই) রাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডে কাশারীপট্টি তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
এদিকে ফাঁকা গুলির ঘটনায় সাংবাদিক ইমতিয়াজ আহম্মেদ জিতু অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
সাংবাদিকের বাসায় এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা কামনা করছে সকলে।