কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার শরীফ সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।।
146
Share
দীর্ঘ ৭ বছর পর গত ১৮ জানুয়ারি ২০২০ খ্রিঃ রোজ শনিবার পঞ্চদশ শতাব্দীর সু-মহান মোজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শেরে গাজী আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এঁর স্মরণে , রেজভীয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর হজরত আল্লামা ক্বারী সিরাজুল আমিন রেজভী সুন্নী আল কাদেরী (মা জি আ) সাহেবের শুভাগমণে, কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার শরীফ কমিটির উদ্যোগে বিশাল সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে হাজার হাজার সুন্নী জনতার উপস্থিত হয়েছে।
উক্ত সুন্নী সম্মেলনে উপস্থিত ছিলেন পীরজাদা আনসার আলী রেজভী ( মা জি আ) ও পীরজাদা মোহাম্মাদ রেজভী সহ-রেজভীয়া দরবার শরীফ কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব ইদ্রিস আলী রেজভী, যুগ্ম মহাসচিব অধ্যাপক এমদাদ রেজভী।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার শরীফ ঈদে মিলাদুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন কমিটির সম্মানিত সভাপতি এড. জামাল উদ্দিন ভূইয়া রেজভী। কুমিল্লা জেলা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান রেজভী, সিঃ সহ-সভাপতি আসলাম রেজভী, সাধারণ সম্পাদক আবুল খায়ের রেজভী, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রেজভী, যুগ্ম সাধারণ সম্পাাদক জোহর আলী রেজভী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রেজভী, দপ্তর সম্পাদক আবুল কাশেম রেজভী, হযরত মাওলানা আবদুল কাদের রেজভী ও কুমিল্লা মহানগর রেজভীয়া দরবার শরীফ কমিটির সম্মানিত সভাপতি জনাব কাজী এমরানুল ইসলাম রেজভী, সিঃ সহ-সভাপতি হাজী মুরাদ মিয়া রেজভী, সাধারণ সম্পাদক নাজমুল হাসান রেজভী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম রেজভী, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম মেহেদী রেজভী ও সাংগঠনিক সম্পাদক নজরুল রেজভী।
সুন্নী সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি এম এ ওয়াহিদ সাবুরী, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল মাইজভান্ডারী, “চ্যানেল এ” এর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার আলে এমরান হোসেন।
মঞ্চ পরিচালনায় ছিলেন ,হাজী মুরাদ মিয়া রেজভী, খাদেম মোস্তফা রেজভী ও আবদুল মোমেন রেজভী।
এছাড়া ও রেজভীয়া দরবার শরীফের হাজার হাজার ভক্ত আশেকান, মুরীদানসহ ও বিভিন্ন দরবারের পীর সাহেব ও ওলামায়ে এজাম উপস্থিত ছিলেন।