কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রাফি মজুমদার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক
জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মোঃ আমিনুল ইসলাম টুটুল এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল , কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক সিকদার, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান হিরন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়