(মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৩ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আজির মিয়া (৩৮), ছালেক মিয়া (৪৫) ও ময়না মিয়া (৬০)। তারা কুলাউড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কর্মধা ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইউনিয়নের কালিটি চা বাগানের জনৈক সমীর রবিদাসের বাড়ি থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসকেডি/অননিউজ