কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা ঐ সড়কটি ৩ ঘন্টা অবরোধ করে রেখেছিল।
নিহত মোটর সাইকেল আরোহীরা হলেন, উপজেলার কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ (২৮) ও একই গ্রামের খেড়– মালিথার ছেলে রাজন (৩২)।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত ১০ টার দিকে একটি মোটরসাইকেল যোগে হোসেনাবাদ থেকে তারাগুনিয়া অভিমুখে আসছিল।
এসময় কৈপাল এলাকার ঈদগাহ্ সংলগ্ন সড়কে তাদের পিছন থেকে একটি ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৭৩৮) ধাক্কা দিলে দুই মোটর সাইকেল সড়কে ছিটকে পড়ে। এরপর ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে।
দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com