জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জন্মদিনের কেক কাটা, ব্যাপক আনন্দ উল্লাসে খাগড়াছড়িতে পালিত হয়েছে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে । শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহন করেছে।
এরআগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং দলীয় কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের কেক কাটা হয়।
জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শহরের শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সমাবেশে দলীয় তেৃবৃন্দ উপস্থিত ছিলেন।