খাগড়াছড়ি প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল,কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে আওয়ামীলীগের জেলা দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এতে অংশ নেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, এডভোকেট আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল, সদর উপজেলা মহিলা আ.লীগের সভাপতি সুই চিং থুই মারমা, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা সহ আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসকেডি/অননিউজ