আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। বিশ্ব আসরের পর দ্রাবিড় কোচের পদ থেকে সরে যাবেন, তাও অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে নতুন কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নাম জমা পড়েছে প্রায় তিন হাজার। তবে কোচ কে হবেন, সেটাও একপ্রকার নিশ্চিতই হয়ে আছে। ভারতের বেশিরভাগ গণমাধ্যমের ভাষ্য, বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকেই পাখির চোখ করে রেখেছে। তিনি হলেন সদ্য শেষ হওয়া আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ী কোচ গৌতম গম্ভীর।
এদিকে ভারতের গণমাধ্যমগুলোর দাবি, গম্ভীরের টিম ইন্ডিয়ার কোচ হওয়াটা নাকি চূড়ান্ত। এ নিয়ে সব প্রক্রিয়া নাকি এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। অধিনায়ক হিসেবে দুবার আইপিএল জিতেছেন। ভারতের জার্সিতে ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট
একে/অননিউজ24