আসন্ন কোরবানির ঈদে গরু আমদানির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান। তিনি বলেন, দেশীয় খামারিদের উৎসাহদান ও সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এর দাম রাখার চেষ্টা চলছে।
আজ রোববার দুপুরে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত ৪১তম বিসিএস লাইভস্টক ও মৎস্য ক্যাডারের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন পোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গবাদি পশুর রোগবালাই নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সেই লক্ষে ভেটোরিনারি হাসপাতালগুলোর উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, ঈদের হাটে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠপর্যায়ে সর্তক নজরদারী রাখা হবে। এবারে ঈদে ১ কোটি ৩০ লাখেরও বেশি পশু উৎসবের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী আশ্বস্ত করে বলেন, গেলবারের তুলনায় পশুর উৎপাদন বেশি আছে। দেশীয় খামারে উৎপাদিত পশুই চাহিদার যোগান মেটাতে যথেষ্ট। এমনকি, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পশুর দাম ধরে রাখতে বেশ কিছু উদ্যোগও চলমান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : একুশে টেলিভিশন
এফআর/অননিউজ