বঙ্গকন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা যুবলীগের অর্থায়নে “গৃহহীনকে গৃহদান” অনুষ্ঠানে লাকসাম পৌরসভার উত্তর লাকসামে গৃহহীন মৃত. শহীদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৪০) কে গৃহের চাবি হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ন্যায় লাকসামেও গৃহহীনকে গৃহ প্রদান করা হয়।
গৃহদান কর্মসূচির অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের এমপি।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে পৌরসভার উত্তর লাকসামের গৃহহীন মৃত. শহীদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৪০) এর হাতে গৃহের চাবি তুলে দেন পৌর মেয়র, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মজুঃ, মোঃ মনির হোসেন, মাসুদ পারভেজ রনি, সাজেদুল ইসলাম সজল, মিজানুর রহমান, নিমাই সাহা, আবু ইফসুফ, শিহাব খান, সাইফুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন জনি, যুবলীগ নেতা আবদুর রাজ্জাক, তৌফিকুল হায়দার আবদুল্লাহ, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি কামরুল ইসলাম খান মনি, ৪নং ওয়ার্ড স্বেচ্চাসেবক লীগ সাবেক সভাপতি রাজিবুর রহমান লুহিন, বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি অপু দাস অনিক প্রমুখ।
আশ্রয় কর্মসূচি উদ্বোধনকালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগের নিজস্ব অর্থায়নে পরিচালিত আশ্রয় কর্মসূচি চলমান থাকবে এবং যুবলীগের যেসব নেতাকর্মী নিজ অর্থে গৃহহীনের মাঝে গৃহদান করছে, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।