চাকুরীজীবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল –
মোঃ মনির হোসেন ,ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্র দলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশ নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল ।মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি ) বিকালে ত্রিশাল বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ- মহাসড়কে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের বিরুদ্ধে ছাত্রদলের একাংশ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।পৌরসভার বীর মুক্তিযোদ্ধা হাবীব উল্ল্যাহ রোড থেকে শুরু হয়ে ত্রিশালে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে তারা বিক্ষোভ মিছিলটি করেন।
এসময় বিক্ষোভ কারীরা বলেন সম্প্রতি ছাত্রদলের যে উপজেলা পৌর কমিটি ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে সেখানে অযোগ্য, চাকুরীজীবি,মামলা বিহীন, নেতাদের কে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। তারা আরও বলেন স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন হয়েছে এই কমিটিতে।এই কমিটি বাতিল করে যোগ্য লোক দেখে নতুন কমিটি দিতে হবে।সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও করেন বিক্ষোভ কারীরা