কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদলকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরুড়ার মোট ৯টি ইউনিয়নের নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।
জাকির হোসেন বাদলকে নৌকার প্রার্থী চূড়ান্ত করায় আড্ডা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে উৎসবের ঢেউ পড়েছে। দলের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
জাকির হোসেন বাদল এর আগে আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকা জাকির হোসেন বাদল নৌকা পাওয়ায় ইউনিয়নের মানুষের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। গত ২৫ অক্টোবর প্রার্থী চূড়ান্তের বিষয়ে দলের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত মনোনয়ন বোর্ডের মিটিং করা হয়। ৩য় ধাপের বরুড়ার মোট ৯টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করে আওয়ামীলীগ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।