কুমিল্লার তিতাসে ভোট কারচুপি, জাল ভোট, অনিয়ম ও ভোট পুনঃ গণনার দাবিতে হাইকোর্টে রিট করেছেন এক চেয়ারম্যান ও এক মেম্বার প্রার্থী। ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে তিনি লড়াই করে ২৮ ভোটের ব্যবধানে হেরে গিয়ে একটু রিট করেন কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল। অপর রিটকারী হলেন ১ নং সাতানী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে লড়াই করেন। নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সামসুল হক সরকারকে এখানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
বৈদ্যেরকান্দি কেন্দ্রে ভোট গণনায় সমস্যা হয়েছিল। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমানের উপর হামলা করা হয়েছিল। উল্লেখ্য গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে তিতাসের ৯ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।