কুমিল্লার তিতাস উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বুধবার ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকতের বাসায় (মাছিমপুরে) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠক সাংবাদিক হালিম সৈকত,কবির আহমেদ মাষ্টার, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, সাবেক মেম্বার লিলু মিয়া, জেবেল সরকার মেম্বার, মোঃ আব্দুল্লাহ মেম্বার, সমাজসেবক মোঃ ইসমাইল, ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় নেতা মোঃ শরিফুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতি মেহেরাব হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ সবুজ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সাইফ, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান নিরব, আল আমিন মাসুম, কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলমগীর হোসাইন, ভিটিকান্দি ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন সিকদার, তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহম্মেদ, প্রাক্তণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রঞ্জন চন্দ্র দাস, বিশ্বজিত সাহা বিশু, লিটন সরকার, মোঃ হানিফ মিয়া, ফারুক মাহমুদ, খোকন মিয়া, সোহেল রানা, হানিফ মিয়া প্রমূখ।
ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিলফুল ফুযুল সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।