তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে একজনকে অর্থদন্ড
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে মেম্বার পদ প্রার্থীর সমর্থক হুমায়ুন কবির (২৬) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলা চত্বরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হুমায়ুন পঞ্চগড় সদর উপজেলার দফাদারপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একাধীক ব্যক্তি ইউপি নির্বাচনে দেবনগড় ইউনিয়নের মেম্বার প্রার্থীর সাথে যাত্রীবাহী বাসে করে মনোনয় পত্র জমা করতে আসেন তিনি। এতে করে নির্বাচনী আইন ভঙ্গ করেছে তারা। যার কারণে ঘটনানাস্থলে ওই মেম্বার প্রার্থী উপস্থিত না থাকায় প্রার্থীর লোক হুমায়ুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।