ময়মনসিংহের ত্রিশালে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
(২৩শে আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে,সাগত বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া রহমান। কৃষি সম্স্রসারণ অফিসার আহসান উল্লাহর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুর ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার নঈম উদ্দিন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তোফায়েল আহমেদ, প্রমুখ। আলোচনা সভা শেষে কৃষি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান।