ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ (অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহীকর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসান আবদুল্লাহ্ আল মাহমুদ,পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান আনিছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রমুখ।
এফআর/অননিউজ