তিতাস, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে বিশ্ব রোগী সুরক্ষা দিবস উপলক্ষে পথসভা ও রোগীদের মাঝে অর্থ প্রদান করা হয়েছে।
আজ ১৭ই সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে নয়টায় জেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর)-এ নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার উদ্যোগে রোগীদের মাঝে নগদ অর্থ প্রদান ও পথসভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি মো. আলী আশরাফ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত, সহ সাধারণ সম্পাদক এখলাছুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুন্নবী, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, সদস্য সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, মো: আলম সরকার; নিরাপদ চিকিৎসা চাই দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহআলম সরকার, শামসুদ্দিন সরকার সোহেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরকার রাসেল, স্বেচ্ছাসেবক মো: রায়হান, নাজমুল হোসেন ও ইসমাইল হোসেন প্রমূখ।
আজ ১৭ই সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবসটি উদযাপনে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ প্রদান করেন (নিচিচা) কমিটির জেলা ও উপজেলার সদস্যগণ। পরে পথসভায় বক্তারা বলেন, ' আজ বিশ্ব রোগী সুরক্ষা দিবস-এ সরকারের প্রতি আমাদের আহ্বান, স্বাস্থ্যের মত অতি গুরুত্বপূর্ণ খাতে দুর্নীতি বন্ধ করতে হবে'। সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এই খাতটিকে দালাল মুক্ত করার দাবি জানান তারা। সবশেষে নিরাপদ চিকিৎসা চাই দাউদকান্দি উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ কাউসার খান-এর উপস্থিতিতে গৌরীপুর মেডিনোভা হসপিটাল পরিদর্শন করেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com