কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় রাজগঞ্জ মুরগি বাজার গেইটে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম নবীর হোসেন (৩৮)। তার বাড়ি জেলার কোম্পানিগঞ্জ এলাকায়।
এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশা চালক হাবিব উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাবিব উল্লাহর বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়।
জানা গেছে- শনিবার সন্ধ্যা ৬ টায় নবীর হোসেন তার মজুরি নিয়ে বাড়ি যাওয়ার সময় নগরীর রাজগঞ্জ এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুত গতির অটোরিকশা নবীর হোসেনকে ধাক্কা দেয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার পিএসআই মো: শহিদ জানান, রাজগঞ্জে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সুরতহাল করা হচ্ছে। অটোরিকশা চালককে আটক করা হয়েছে।