নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে নয়ন শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সবুজ কাজী (৩০) নামে একজন
গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, বৃহস্প্রতিবার (১লা আগস্ট) সকালে নয়ন শেখ লোহাগড়ায় যাওয়ার উদ্দেশ্যে একই গ্রামের হাসান কাজীর ছেলে সবুজ কাজীকে নিয়ে রওনা হন । পথিমধ্যে একই গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে অতর্কিত হামলা করে। এসময় দুবৃত্তরা এলোপাথাড়িভাবে কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর যখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তরত চিকিৎসক নয়ন শেখকে মৃত ঘোষণা করেন। সবুজ কাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবুজ কাজী স্থানীয় বয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী।
এলাকাবাসী জানান, পূর্বশত্রæতা ও স্থানীয় দলীয় কোন্দরের জের ধরে প্রতিপক্ষের ১৫/২০ জনের একটি গ্রæপ এ হত্যা কান্ডে অংশ নেয়। এছাড়া তার চাচাতো ভাইদের
সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুটি পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে একাধিক মামলা চলমান রয়েছে। চাচাতো ভাইয়েরা তাদের প্রতিপক্ষ দলের সাথে সম্পৃক্ত রয়েছে।
ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’