‘‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তভূক্তিমূলক বিশ্বগঠন ’’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব অটিজম সচেনতা দিবস পালিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্ট্যান্ডিং র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্র্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি রানী মজুমদার, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সরকার শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু সহ সরকারি কর্মকর্তা, কর্মচারি , এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১২জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।