নবজাগরণ সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা দেবীদ্বার উপজেলার আসানপুর ‘নবজাগরণ সংঘের উদ্যোগে’ মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার দিন ব্যাপী সাধারন জ্ঞান, কুইজ, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেল ৩টায় আসানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আল মামুন’র সভাপতিত্বে এবং কাইয়ুম মূন্সীর উপস্থাপনায়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক এ,কে,এম কামরুজ্জামানমাসুদ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’র এজেন্সী শাখা ব্যবস্থাপক জি,এম ফারুক, গোলাম রব্বানী,সাংবাদিক, এ আর আহমেদ হোসাইনসহ আরোও অনেকে।পরে আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।