নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন সহ ৫ জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও জায়রা জজ আদালতে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।
কারাগারে প্রেরণকৃত অন্য আসামীরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি শফি মেম্বার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ শিকদার।
শান্ত/অননিউজ