আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড। ফিনিশ প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। ২০২০ সালে নর্থ মেসিডোনিয়ার পর এই প্রথম নতুন সদস্য নিচ্ছে ন্যাটো।
সংস্থাটির প্রধান জেনস স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ফিনল্যান্ডকে ৩১তম সদস্য হিসেবে স্বাগত জানাতে সদস্য দেশগুলো প্রস্তুত।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদের আবেদন করে।
যদিও সুইডেন ও ফিনল্যান্ড- দুই দেশকেই সন্ত্রাসবাদের মদদদাতা দেশ বলে বর্ণনা করে ন্যাটোতে তাদের সদস্যপদ পাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল তুরস্ক।
ফরহাদ/অননিউজ