পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে পড়ে রিপন চন্দ্র রায় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের নেঙ্গেরীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু রিপন ওই এলাকার কৃষক রাজকুমার চন্দ্র রায়ের দ্বিতীয় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু রিপন। তার মা রুপালী রাণীও এসময় বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের ধারে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে তার মা রিপনকে খোঁজা শুরু করলে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করে। সেসময় রিপনের দাদা বঙ্কিম চন্দ্র রায় চিৎকার শুনে দৌড়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মকর্তা চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোয়েল রানা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ