পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় জাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত জাহেরা খাতুন একই এলাকার মৃত এমাজ উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন ওই নারী। একসময় মহাসড়ক পার হতে গেলে পাশে থাকা একটি পকেট রাস্তা থেকে দ্রুতগামী একটি ইজিবাইক রাস্তায় উঠে গেলে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চাপায় মৃত্যুবরণ করেন তিনি।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই ঘাতক ইজিবাইকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।