পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও ফামের্সীতে মেয়াদউত্তীর্ন ঔষধ রাখার দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবারর (২০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
জানা যায়, নিয়মিত অভিযানের ভিত্তিতে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে কুমিল্লা সুইটসকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দীপ্তি ফামের্সীকে ২ হাজার টাকাসহ ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।