পটিয়া-১২ আসনের সাংসদ সামছুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় কাতারে দোয়া মাহফিল
আমিন ব্যাপারী, কাতার প্রতিনিধি।।
চট্টগ্রাম পটিয়া-১২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামছুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে পটিয়া সমিতি কাতার।
রাজধানী দোহার টপটেন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাসান মাবুদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আরিফ, আতিকুল মাওলা মিঠু, মহিউদ্দিন আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তপন মহাজন, রাউজান সমিতির সভাপতি মহসিন খান, সাংবাদিক আমিনুল হক,সেলিম, জুনায়েদ,সংগঠক নাছির উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা।
বক্তারা সামছুল হক চৌধুরীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।