পাঠ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে জ্ঞান অর্জন হয় না, জীবন পরীক্ষা অনেক কঠিন, এই পরীক্ষায় পাশ করতে হলে পাঠ্য বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে জ্ঞান অর্জন করতে হবে।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, এমপি (২৬ সেপ্টেম্বর মঙ্গলবার) বিকালে সোনারায় ইউনিয়নের বারুণীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ১৪ বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়ে সন্তানের জীবন নষ্ট করবেন না, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ছেলে-মেয়ের উভয়েরই লেখা-পড়ার সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ আপনারা কাজে লাগান।
মুশফিকুল রহমান রিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মামুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।
প্রধান শিক্ষক টিকেন্দ্র জিৎ রায় মিরু উদ্বোধনী অনুষ্ঠানের প্রাককালে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি বাবা দাতা মৃত: সঞ্জীব কুমার রায় ও মাতা জমি দাতা মৃত: মালতী প্রভা রায়কে। যাদের অসামান্য অবদান ছাড়া কখনোই বারুণীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব ছিল না। ২ কোটি ৭৩ লক্ষ টাকায় ৪র্থ তলা ভবনটি নির্মান করা হয়েছে।