দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে মিথিলা অভিনীত আসন্ন সিনেমা ‘মায়া’-এর ট্রেলার।
শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর গল্পে এটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক রাজর্ষি দে। ‘মায়া’ সিনেমায় টালিউডের ১৯ জন জনপ্রিয় অভিনেতা রয়েছেন। তবে এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।
ট্রেলারে মিথিলার অভিনয়ের ঝলক দেখে রীতিমতো চমকে উঠেছেন দর্শক। আগেই এ সিনেমার জন্য পুরস্কার জিতে নিয়েছেন এই অভিনেত্রী। আর এ সিনেমার মাধ্যমেই পশ্চিমবঙ্গে অভিনয়ের যাত্রা শুরু করেছেন তিনি।
জানা গেছে, সিনেমায় তিনটি ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে মিথিলাকে। আর ট্রেলার মুক্তির পর থেকেই দুই বাংলার দর্শকদেরই প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেই মুক্তি পাবে মিথিলা অভিনীত ‘মায়া’। তিনি ছাড়া এতে আরও অভিনয় করেছেন দেবলীনা কুমার, গৌরব চক্রবর্তী, রিচা শার্মা, কমলেশ্বর মুখার্জি, সায়ন্তনী গুহঠাকুরতা, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চ্যাটার্জিসহ প্রমুখ।
ফরহাদ/অননিউজ