বাংলাদেশ ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কমিটিতে বরুড়ার ভাউকসার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলাম মেম্বারকে আহ্বায়ক করা হয়েছে। আদর্শ সদর উপজেলার মোতাহের হোসেন মেম্বারকে সদস্য সচিব করে ১৪ জনকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে কমিটিতে।
ডিসেম্বর মাস থেকে আগামী ৬ মাসের জন্য কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যানরা হলেন, আহবায়ক জহিরুল ইসলাম মেম্বার (বরুড়া), যুগ্ন আহবায়ক মোঃ মুজিবুর রহমান মেম্বার (সদর দক্ষিণ), যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন মেম্বার (লাকসাম),যুগ্ন আহবায়ক মোঃ ফকরুল হাসান চৌধুরী মেম্বার (আদর্শ সদর),৫ যুগ্ন আহবায়ক মোঃ আবু ইউসুফ মেম্বার (নাঙ্গলকোট),৬ যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম মেম্বার (দেবিদ্দার), যুগ্ন আহবায়ক ফারুক মেম্বার (চৌদ্দগ্রাম),৮ যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া মেম্বার (বরুড়া), যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান খোকন মেম্বার (মনোহরগঞ্জ), যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান (ব্রাহ্মণপাড়া), যুগ্ন আহবায়ক মেহেদী হাসান মেম্বার (দাউদকান্দি), যুগ্ন আহবায়ক মোঃ বাদল খাঁ মেম্বার (বুড়িচং), যুগ্ন আহবায়ক মফিজুর রহমান মেম্বার (মনোহরগঞ্জ), যুগ্ন আহবায়ক মুকুল মাহমুদ প্রধান (তিতাস), যুগ্ন আহবায়ক রহিম বাদশা (মেঘনা), সদস্য সচিব মোঃ মোতাহার হোসেন মেম্বার (আদর্শ সদর)।
কমিটির সদস্যরা হলেন শাহজাহান মেম্বার (সদর দক্ষিণ), মোঃ আবু জাফর ভূঁইয়া মেম্বার (বরুড়া), মোবারক হোসেন মেম্বার (আদর্শ সদর), মোঃ ইউসুফ মেম্বার (আদর্শ সদর), মুখলেসুর রহমান মেম্বার (আদর্শ সদর), আব্দুল্লাহ আল মামুন মেম্বার (দেবিদ্দার), আমির হোসাইন মেম্বার (বরুড়া), শিউলি আক্তার মেম্বার (দাউদকান্দি), মোসা: সুফিয়া মেম্বার (ব্রাহ্মণপাড়া), মোঃ শাহজাহান মেম্বার (দাউদকান্দি), জাকির হোসেন মেম্বার (দেবিদ্দার), মোঃ তাঁজির হোসেন মেম্বার (চান্দিনা). মোঃ আমির হোসেন মেম্বার (দেবিদ্দার), মোসা: শিরিনা বেগম মেম্বার (ব্রাহ্মণপাড়া), খোদেজা বেগম মেম্বার (বরুড়া), আবু তাহের মেম্বার (দেবিদ্দার), মোঃ কামাল হোসেন মেম্বার (সদর দক্ষিণ), মোঃ দুলাল হোসেন মেম্বার (দেবিদ্দার), মোঃ নেয়ামত উল্লাহ মেম্বার (বুড়িচং), জিয়াউর রহমান মেম্বার (সদর দক্ষিণ), মোঃ মিলন মেম্বার (বরুড়া), মোঃ শাহ আলম মেম্বার (আদর্শ সদর), আক্তার হোসেন মেম্বার (বুড়িচং), জমিলা আখতার মেম্বার (দেবিদ্দার), মাজেদা বেগম মেম্বার (দেবিদ্দার), মোসা: তাহমিনা মেম্বার (ব্রাহ্মণপাড়া), সেলিম মেম্বার (বুড়িচং), আলেয়া বেগম মেম্বার (সদর দক্ষিণ), জুলি আক্তার মেম্বার (সদর দক্ষিণ), মোঃ মকবুল হোসেন মেম্বার (বরুড়া), মোঃ মহিন উদ্দিন মেম্বার (নাঙ্গলকোট), মোঃ আনাস মেম্বার (সদর দক্ষিণ), মোঃ জামাল উদ্দিন মেম্বার (নাঙ্গলকোট), মোঃ মিজানুর রহমান মেম্বার (সদর দক্ষিণ), মোঃ মফিজুর রহমান সরকার মেম্বার (দেবিদ্দার), মোঃ আবু হানিফ মেম্বার (তিতাস), মোঃ শামিম খান মেম্বার (তিতাস), মোঃ বিল্লাল হোসেন মেম্বার (তিতাস), বাদল মিয়া মেম্বার (হোমনা), মোঃ আশিক মেম্বার (হোমনা), মিনোয়ারা বেগম মেম্বার (মেঘনা), নাছিমা আক্তার মেম্বার (তিতাস), মোঃ আব্দুস ছাত্তার মেম্বার (বরুড়া), মোঃ ফরহাদ হোসেন মেম্বার (বরুড়া), সিদ্দিকুর রহমান মেম্বার (বরুড়া), মোঃ বাহারুল ইসলাম জহির মেম্বার (বুড়িচং), মোঃ হানিফ সরকার মেম্বার (লাকসাম), মোঃ দেলোয়ার হোসেন মেম্বার (বরুড়া), মোঃ গোলাম সরোয়ার মেম্বার (বরুড়া), খ ম রিয়াদ হোসেন মেম্বার (লাকসাম), রুনা লায়লা খুকি মেম্বার (বরুড়া), মাহে আলম মেম্বার (আদর্শ সদর), মোঃ কামাল হোসেন মেম্বার (আদর্শ সদর), আবু তাহের মেম্বার (আদর্শ সদর), মোঃ মন্তাজ উদ্দিন মেম্বার (বরুড়া)।
আহসানুজ্জামান সোহেল /অননিউজ24।।