বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষক কর্মশালা ও সাধারণ জ্ঞান যাচাইমূলক প্রতিযোগীতা বুধবার সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষক কর্মশালা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসান আলী মোল্লাহর সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুক্তাদির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মালেক উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি আবু বাককার সুজন ও প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমূখ।