বাগেরহাটের মোল্লাহাটে বুধবার (১৮ মে) খলিলুর রহমান কলেজ মাঠে, উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) শুরু হয়েছে। উপজেলাধীন ৭টি ইউনিয়নের অংশগ্রহনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওসি সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউ.পি চেয়ারম্যান শিকদার উজির আলী, এস কে হায়দার মামুন, শেখ রেজাউল কবির, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ বিভিন্ন কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য বৃন্দ, প্রমুখ।
প্রথম পর্বের খেলায়, ৪নং কুলিয়া ইউনিয়ন ৭নং আটজুড়ী ইউনিয়নকে ১-০, ১নং উদয়পুর ইউনিয়ন ৫নং গাওলা ইউনিয়নকে ৩-০ ও ৩নং গাংনী ইউনিয়ন ৭নং কোদালিয়া ইউনিয়ন ফুটবল দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ২২ মে, রবিবার বিকাল ৩টায় সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।