বুড়িচংয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
এন.সি জুয়েল ,কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ। রোববার সকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পূর্নমতি বাগান বাড়ি থেকে ২০ কেজি গাঁজা সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান রোববার সকাল ৬.১৫ মিনিট কুমিল্লার বুড়িচং থানার এস আই মোঃ বাদল মিয়া,এ এস আই অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।
কুমিল্লা-বি-পাড়া-মীর সড়কের বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন এর পূর্নমতি বাড়ি বাগান বাড়ি এলাকার মনির হোসেন এর দোকানের সামনে থেকে গাড়ীর জন্য অপেক্ষামান এক জন কে আটক করে।এসময় পুলিশ বস্তা তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হল বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর নবীয়াবাদ কোনার বাড়ির মৃত্যু আব্দুর রশিদ এর ছেলে মোঃ সোহেল (২২)।রোববার কুমিল্লার বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের এবং কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।